Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 95

Language: বাংলা
Language: English Translation
  • পাপমতিজনের অদ্বৈতকে গৌরসুন্দরের ‘সেবকনা জানিয়া সেব্য’ জ্ঞান এবং তৎপরিণাম—

    হেন ভক্ত অদ্বৈতেরে বলিতে হরিষে
    পাপি-সব দুঃখ পায় নিজ কর্মদোষে

    শ্রীঅদ্বৈতচার্য-গৌরসুন্দরের পরমভক্ত। যে সকল পাপমতিজন অদ্বৈত-প্রভুকে শ্রীচৈতন্যের ঐকান্তিক ভক্ত না বলিয়া চৈতন্যদেবকে শ্রীঅদ্বৈতের সেবক জ্ঞান করে, সেইসকল ভাগ্যহীন দুষ্ট ব্যক্তি নিজকর্ম বিপাকে অশেষ দুঃখে নিমগ্ন হয়;কিন্তু মহাপ্রভুর শুদ্ধভক্ত সকলেই পরমানন্দ চিত্তে অদ্বৈত-প্রভুকে মহাপ্রভুর সেবক বলিয়াই আনন্দিত হন। প্রভুর প্রকট-বিহার কালের এই সকল পরম সত্য ঘটনা যাহারা বিশ্বাস করে না এবং কল্পনা-প্রভাবে অদ্বৈতকে ‘চৈতন্যের সেব্যতত্ত্ব’ বলিয়া নিজ অমঙ্গল বরণ করে, সেইসকল পাপী ব্যক্তি ক্ষয়প্রাপ্ত হয়। শ্রীঅদ্বৈতপ্রভুর কতিপয় সন্তান এবং তাহার নিম্নাধস্তনবৰ্গ অদ্বৈতপ্রভুকে চৈতন্যদেবের একান্ত ভৃত্য জ্ঞান না করিয়া ‘কেবলাদ্বৈতবাদী’ জানিয়া আত্মশ্লাঘা করে, তাহাতে তাহাদের সর্বনাশ ঘটে।

Page execution time: 0.0480768680573 sec