তবে যে এমত কর, নহে ঠাকুরালি।
আমার সংহার হয়, তুমি কুতূহলী॥
অদ্বৈত বলিলেন,—গৃহস্থের বাড়ীতে চোরে চুরি করে, কিন্তু তুমি ত গৃহস্থ নও; সকল দ্রব্য তোমারই;তুমিই সকল-দ্রব্যের সংহার কর্তা, এবং তুমিই সকলের আনন্দের বিধাতা। নারদাদি মুনিগণ তোমার চরণ দর্শনে গমন করিলে তুমি তাহাদের পদধূলি লইয়া থাক। তোমার আজ্ঞা কেহ লঙ্ঘ্ন করিতে সমর্থ নহে।এরূপ সর্বশক্তিমান্ তুমি আমাকে সেবাধিকার না দিয়া আমাকে সেবা করিবার যে ছলনা করিয়াছ, ইহা তোমার বৈভব-মহিমা নহে। তুমি ইহাতে আনন্দ পাইতে পর, কিন্তু এতদ্দ্বারা আমার সর্বনাশ করা হয়।