করিতে থাকয়ে চুরি চোর শতবার।
বারেকে গৃহস্থ সব করয়ে উদ্ধার॥”
চোর অনেকবার চুরি করিয়া অল্প অল্প দ্রব্য সংগ্রহ করে। গৃহস্থ চোরের অনেকবার চুরির প্রতিশোধ একেবারে লইতে গিয়া তাহার গৃহের সকল বস্তু উদ্ধার করিয়া ফেলে। শ্রীচৈতন্য —মহাবলী, অদ্বৈত তাঁহার তুলনায় ক্ষীণশক্তি, সুতরাং মহাপ্রভু বলপূর্বক প্রকাশ্যেই অদ্বৈতের চরণ স্বীয় বক্ষে ধারণ করিলেন।