কৃতার্থ হইতে যে আইসে তোমা-স্থানে।
তাহারে সংহার কর ধরিয়া চরণে॥
শ্রীঅদ্বৈত–প্রভু মহাবিষ্ণু হওয়ায় রুদ্ররূপে জগৎ সংহার করেন। শ্রীশ্রীগৌরসুন্দর বলিলেন,—আমি ক্ষদ্র ব্যক্তি, আমার সামান্য ভক্তিবল সংহার করা তোমার পক্ষে অধিক কৃতিত্বের পরিচায়ক নহে।তুমি মহাবলী বৈষ্ণব,আমাদের ন্যায় সল্পভজনবল ব্যক্তির ভজন-সম্পত্তি কাড়িয়া লওয়া তোমার পক্ষে নিতান্ত গর্হিত কার্য। মথুরানিবাসী কোন ভক্ত তোমার নিকট ভক্তি-প্রার্থনায় উপনীত হইলে তাহার ভক্তিবল নাশ করিবার জন্য তুমি তাহার ভক্তি বলপূর্বক অপহরণ করিয়াছিলে।এইরূপে স্তুতির ছলনায় পুরুষবাক্যে শ্রীগৌরসুন্দর শ্রীঅদ্বৈত-মহিমা সুষ্ঠভাবে প্রচার করি লেন।