গৌরকৃপা ব্যতীত ভাগ্যহীনের স্বেচ্ছায় ভগবল্লীলা দর্শন-চেষ্টার নিষ্ফলতা—
লুকাইলে কি হয়, অন্তরে ভাগ্য নাই।
অল্প ভাগ্যে সেই নৃত্য দেখিতে না পাই॥
শ্রীগৌরসুন্দরের ভাবময় নৃত্য-দর্শন সকলের ভাগ্যে ঘটে না। ক্ষীণভাগ্যজনগণ সেই নৃত্য দেখিয়াও নৃত্যের তাৎপর্য বুঝিতে অসমর্থ হয়। প্রকাশ্যভাবে দর্শনের সৌভাগ্য প্রভৃতি বিচার করিলেও অন্তর্হৃদয়ে বিরোধ পোষণ করায় অন্যমনস্কতাই সিদ্ধ হয়। মুখে ও মনে ভেদ থাকার নামই ‘কপটতা’।কাপট্য-সিদ্ধি ও প্রকৃত প্রস্তাবে অনুসরণ এক নহে।জগতে দেখা যায় যে, নির্বিশেষবাদী বাহিরে লোক দেখাইয়া দরিদ্রের উচ্ছিষ্ট গ্রহণ পূর্বক প্রতিষ্ঠাশা লাভের যত্ন করেন;কিন্তু অন্তরে নিজ ঐশ্বর্য পাণ্ডিত্যগৌরবে স্ফীতি প্রভৃতির আবরণ করিলেও প্রকৃত প্রস্তাবে ‘দৈন্য’ বলিয়া যে লোভনীয় পদবী আছে, তাহার সন্ধান লাভ করেন না। নির্বিশেষবাদকে প্রশ্রয় দিতে গিয়া যে সাম্য-প্রথা প্রদর্শন পূর্বক আত্মম্ভরিতা সমৃদ্ধ হয়, তাহা কখনই ‘দৈনমুখে অকিঞ্চনতা’ বলিয়া গণ্য হয় না।