“শুন বাপ, চোরে যদি সাক্ষাতে না পায়।
তবে তার অগোচরে লইতে যুয়ায়॥
যদি প্রকাশ্যভাবে পরদ্রব্যাপহরণ-কার্যের সুবিধা নয়া হয়, তাহা হইলে গোপনে তদ্বস্তু-সংগ্রহে চোরের যোগ্যতা আছে।তবে তদ্বারা কাহরও ক্ষতি হইলে যে অপরাধ হয়, তাহা পুনরায় অনুষ্ঠিত হইবে না জানিলে, তাহার সন্তোষের কারণ হয়।