Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 50

Language: বাংলা
Language: English Translation
  • অদ্বৈত-তত্ত্বানভিজ্ঞ অসদ্ব্যক্তিগণের অদ্বৈতকে মহাবিষ্ণু এবং মহাপ্রভুকে অদ্বৈতাশ্রিতা গোপী-জ্ঞান—

    অদ্বৈতসিংহের এই একান্ত মহিমা
    এ রহস্য নাহি জানে যত দুষ্ট জনা

    শ্রী অদ্বৈত-প্রভু—বৈষ্ণবগণের সর্বপ্রধান। তাঁহার অলৌকিক- মহিমা বিষয়-মদ-মত্ত অসদ্ব্যক্তিগণ না জানিয়া অনেক সময় তাঁহার সম্বন্ধে দৌরাত্ম্যের কথা প্রচার করিতেন। এখনও কোন কোন স্থলে তাঁহার বংশধর অনুগগণের মধ্যে শ্রীঅদ্বৈত-প্রভুকে ‘মহাবিষ্ণু’ বলিয়া জানিতে গিয়া গৌরসুন্দরকে তদাশ্রিত পরমপ্রেষ্ঠা গোপী মাত্র বলিয়া প্রচার করে। শ্রীচৈতন্যের নিত্যদাস্য যাঁহাতে প্রবল, তাঁহাকে শ্রীচৈতন্য-সেব্য বলিয়া প্রতিষ্ঠাপন করা দুষ্ঠ বুদ্ধির পরিচায়ক। অদ্বৈত বংশে ও অদ্বৈতবংশানুচরগণের মধ্যে কেহ কেহ দুষ্ঠ মত গ্রহণ করিয়া অদ্বৈত-প্রভুকে কেলাদ্বৈতবাদী সাজাইতে ইচ্ছা করেন।

Page execution time: 0.0333909988403 sec