ঠাকুর পণ্ডিত আদি কেহ নাহি জানে।ডোল মুড়ি’ দিয়া আছে ঘরে এক কোণে॥
ডোল—শস্যাদি রাখিবার বৃহৎ ভাজন। মুড়ি—আবরণ, আচ্ছাদন। ডোলের পার্শ্বে আপনাকে আবৃত করিয়াছিল।