এহো কর্ম অদ্বৈত করিতে পারে মাত্র।
প্রভু করিয়াছে যারে মহা-মহা-পাত্র॥
শ্রীঅদ্বৈত-প্রভুর প্রীতির সহিত শ্রীগৌরচরণ-সেবা দেখিয়া ভক্তগণ তাঁহাকে নিরহঙ্কার, জিতেন্দ্রিয় পুরুষরাজ জ্ঞান করিতেন। জগতে সকল-ভক্ত অপেক্ষা তাঁহার শ্রেষ্ঠতা প্রখ্যাপনের জন্য তাঁহাকে দ্বিতীয়-রহিত ‘অদ্বৈত’ বলিয়া স্থাপন করিতেন।