“কিছুকি চাঞ্চল্য মুঞি উপাধিক করে।
বলিহ মোহারে, যেন সেইক্ষণে মরোঁ॥
শ্রীমন্মহাপ্রভুর ভাবাবেশ তিরোহিত হইলে তিনি ভক্তগণের নিকট জিজ্ঞাসা করেন,—আমি দেহ ও মনের দ্বারা কোন চাঞ্চল্য করিয়াছি কিনা? যদি করিয়া থাকি, তাহা হইলে সেইক্ষণেই আমার মৃত্যু হইল না কেন? ঐশ্বর্য-প্রকাশকালে মহাপ্রভুর সকল ভক্তের মস্তকে পাদ-পদ্ম প্রদান এবং অদ্বৈতকে ভৃত্যবোধ প্রভৃতি লোকাতীত বিচার দেখা যাইত। আবার ভক্তভাব অঙ্গীকার করিয়া স্বীয় দৈন্য-প্রতীতি দ্বারা ভক্তগণের নিকট আদর্শ প্রদর্শন করিতেন। বৈষ্ণবগণ তাঁহার নিকট ঐসকল কথা প্রকাশ করিতেন।