প্রভু বলে,—“এবে চিত্তে বাসি যে উল্লাস।”
হাসিয়া কীর্তন করে পণ্ডিত শ্রীবাস॥
বহিরঙ্গ-সঙ্গে ভাবোল্লাসের সম্ভাবনা নাই।বহির্মুখগণের বিতাড়নে কৃষ্ণসেবোন্মুখতা প্রবলভাবে সমৃদ্ধ হয় না। স্বজাতীয়াশয় স্নিগ্ধ জনগণের সঙ্গপ্রভাবে মিলনে সেরূপ প্রেমচাঞ্চল্য দেখা যায় না। শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর উদ্বেগ কমিয়াছে দেখিয়া পরমানন্দচিত্তে কীর্তন আরম্ভ করিলেন। ভগবদ্ভক্তগণের মুখেও হর্ষের চিহ্ন দেখিতে পাওয়া গেল।