বিশেষে প্রভুর বাক্যে কম্পিত শরীর।
আজ্ঞা দিয়া চুলে ধরি’ করিলা বাহির॥
সাধারণ ব্যক্তিগণ যেরূপ নিজের ইন্দ্রিয় তর্পণে ব্যাঘাত হইলে ক্রোধে কম্পিতকলেবর হন, শ্রীবাস সেরূপ অহঙ্কারে চালিত না হইয়া, মহাপ্রভুর উদ্বেগ হইতেছে জানিয়া ক্রোধে অধীরভাব প্রদর্শন পূর্বক স্বীয় পূজ্যা লুক্কায়িতা শ্বশ্রূমাতাকে অপরের দ্বারা কেশাকর্ষণ পূর্বক ডোলের সমীপ হইতে অন্যের অগোচরে বাহির করিয়া দিলেন।