Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 123

Language: বাংলা
Language: English Translation
  • আমিহ তোমার দ্রব্য অনুক্ষণ চাই
    তুমি না দিলেও আমি বল করি
    খাই

    শ্রীমহাপ্রভু শুক্লাম্বরকে বলিলেন,—তুমি জন্মে জন্মে আমার দরিদ্র ভক্ত।সংসারে প্রবিষ্ট হইয়া গৃহপতি হইবার বাসনা তোমার নাই।ব্রহ্মচারী-রূপে দ্বারে দ্বারে ভিক্ষা করিয়া আনিয়া তুমি আমাকে তোমার ভৈক্ষ্যদ্রব্যসমূহ অর্পণ কর। তুমি নৈষ্ঠিক ব্রহ্মচারী। গৃহস্থের ও বানপ্রস্থের যে প্রাকৃত শাব্দিক-অহঙ্কার, তাহা হইতেও তুমি নির্মুক্ত।তুমি পারমহংস্য ধর্মে অবস্থিত হইয়া অকিঞ্চন তুর্যাশ্রমের বর্ণ গ্রহণ করিয়াছ। সুতরাং তুমি পূর্ণ শরণাগত ত্রিদণ্ডিভিক্ষু। তোমার যাবতীয় কায়মনোবাক্য বা চেষ্টা আমাকে সম্পূর্ণভাবে দিতে সমর্থ হইয়াছ। আমি তোমার নৈবেদ্য সর্বক্ষণ প্রার্থনা করি। তোমার আমাকে সমর্পণ করা ব্যতীত অন্য কোন বস্তুতে ভোগপর অভিনিবেশ নাই। সুতরাং আমি বলপ্রকাশ করিয়াই তোমার সর্বস্ব হরণ করিয়াছি, তজ্জন্যই তুমি গরীব।

Page execution time: 0.0458810329437 sec