শুক্লাম্বরের ভিক্ষাঝুলি-স্কন্ধে প্রবেশ ও নৃত্য;তদ্দর্শনে মহাপ্রভুর হাস্য এবং তদীয় গুণ-বর্ণন—
ঝুলি কান্ধে লই’ বিপ্র নাচে মহারঙ্গে।দেখি’ হাসে প্রভু সব-বৈষ্ণবের সঙ্গে॥