Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 108

Language: বাংলা
Language: English Translation
  • ভাগ্য-অনুরূপ কৃপা করয়ে সবারে
    ডুবিলা বৈষ্ণব-সব আনন্দ-সাগরে

    মহাপ্রভুর বিভিন্ন লীলা ভগবদ্‌ভক্তের যোগ্যতানুসারে পরিলক্ষিত হয়। ভগবানে বিরক্ত নির্বিশেষবাদী কৃপালাভে সম্পূর্ণ অযোগ্য। সৎকর্মনিপুণ কর্মকাণ্ডরত-জন মায়িক দয়া লাভ করিয়া নশ্বর ভোগে অভীষ্ট সিদ্ধি লাভ করিয়াছেন, মনে করেন। ভগবদ্ভক্ত ভগবৎসেবায় যে পরিমাণ স্বীয় চেষ্টা প্রদর্শন করেন, ভগবান্ তাঁহার নিকট সেই পরিমাণেই তাঁহার প্রেমবাধ্য হন। কর্মীর স্বার্থপর নশ্বর আনন্দভোগ, জ্ঞানীর নির্ভেদব্রহ্মানুসন্ধান প্রভৃতি ‘কৃপা’ -শব্দবাচ্য নহে, ভগবদ্ভক্তই সুকৃতি বশে যথেচ্ছাচার, কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ডের অমঙ্গল হইতে মুক্ত হন।

Page execution time: 0.0404460430145 sec