সরস্বতী সহিত আপনে বলরাম।
সেই সে ঠাকুর গায় পূরি’ মনস্কাম॥
কৃষ্ণকীর্তনকালে প্রেমোন্মত্ত হইয়া স্বাভীষ্ট কীর্তন-মুখে যে জিহ্বায় উচ্চারিত শব্দ-সমূহ, তাহা বলদেবের সহিত সরস্বতী সংযোগক্রমে উদিত হয়। বলদেব স্বয়ং বাণী-জিহ্বায় নিজ প্রভুর যথেচ্ছা গুণ গান করিয়া থাকেন।