সাবধানে চতুর্দিকে দুই হস্ত তুলি।
পড়িতে চৈতন্য, ধরি’ রহে মহাবলী॥
প্রভু নিত্যানন্দ সর্বদা ভাবাবেশে অবস্থান করায় প্রাপঞ্চিক বিচারে পরম বিহ্বল বা উদ্ভ্রান্ত বলিয়া নির্দিষ্ট হন;কিন্তু তিনি ভগবৎসেবনোদ্দেশে নৃত্য-কালেও পূর্ণভাবে স্বীয় নৈপুণ্য প্রদর্শন করিতেন। যেকালে শ্রীচৈতন্যদেব কৃষ্ণপ্রেমে উন্মত্ত হইয়া নৃত্য করিতে করিতে পতনোন্মুখ কিম্বা ধরাশায়ী হইতেন; তৎকালে শ্রীনিত্যানন্দ প্রভু হস্তদ্বয় প্রসারণ করিয়া তাঁহাকে ভূমিতে পতিত হইতে দিতেন না।