প্রাকৃত মনুষ্য নহে নিমাঞি-পণ্ডিত।
এবে সে মহিমা তান হইল বিদিত॥
শ্ৰীমন্মহাপ্রভুর চরণে অপরাধী জনগণ তাঁহাকে প্রাকৃত মনুষ্যজ্ঞানে তাঁহার লীলাবসান কল্পনা এবং তাঁহার জন্মস্থান মানবের পরিমেয়, ভগবদ্ভক্তের অপরিজ্ঞেয় প্রভৃতি মনে করিয়া অপরাধ সঞ্চয় করে। যাহারা লোকবঞ্চনার জন্য প্রাকৃতচেষ্টাবিশিষ্ট হইয়া নিজ কায়-মনো-বাক্য সংযত করিতে পারে না, তাহারাই বৈষ্ণব-নিন্দা অবলম্বন করিয়া ভক্তিবিদ্বেষপূর্বক ভক্তবিটেল হয়।