না ভজে চৈতন্য যবে, মোরে ভজে, গায়।মোর দুঃখে সেহো জন্মে জন্মে দুঃখ পায়॥
শ্রীচৈতন্য সেবা না করিয়া যিনি দম্ভভরে নিত্যানন্দের পূজার ছলনা করেন, তাহাতে নিত্যানন্দের দুঃখ হয় এবং ঐ ব্যক্তি জন্ম-জন্মান্তরে দুঃখ লাভ করেন।