আমার প্রভুর তুমি অনুগ্রহপাত্র।আমাতে তোমার দোষ নাহি তিলমাত্র॥
যেহেতু মাধাই মহাপ্রভুর কৃপা পাত্র, সুতরাং নিত্যানন্দ প্রভু তাঁহার কোন দোষ আদৌ গ্রহণ করেন না।