কুন্তী, ভীষ্ম, যুধিষ্ঠির, বিদুর, অর্জুন।
তাঁ’-সবার বাক্যে পুর পাইলেন পুনঃ॥
তথ্য। জাম্ববতীনন্দন শাম্ব দুর্যোধন-কন্যা লক্ষ্মণার স্বয়ম্বরকালে স্বয়ম্বর-স্থল হইতে লক্ষ্মণাকে হরণ করেন। রাজা দুর্যোধন তাহাতে অবজ্ঞাত জ্ঞান করিয়া কুরুবৃদ্ধগণের পরামর্শক্রমে শাম্বের পশ্চাদনুসরণপূর্বক সকলে মিলিয়া তৎসহ সংগ্রাম করেন এবং পরাজিত শাম্বকে বন্ধনপূর্বক হস্তিনায় লইয়া আসেন। যদুগণ দেবর্ষি নারদপ্রমূখাৎ তৎসংবাদ অবগত হইয়া কুরুগণের সহিত যুদ্ধোদ্যোগ করিলে ভগবান্ বলদেব অনর্থক যুদ্ধবিগ্রহ ইচ্ছা না করিয়া স্বয়ং কুলবৃদ্ধ ও ব্রাহ্মণগণ-পরিবেষ্টিত হইয়া হস্তিনায় গমনপূর্বক ধৃতরাষ্ট্রের অভিপ্রায় অবগত হইবার নিমিত্ত উদ্ধবকে প্রেরণ করেন। তাঁহারা শ্রীবলরামের আগমন শ্রবণপূর্বক উপঢৌকনসহ বলদেবসমীপে সমাগত হইয়া তাঁহার যথাবিধি অর্চন করিলে বলদেব শাম্বকে প্রত্যর্পণ করিতে আদেশ করেন। কৌরবগণ বলদেবের বাক্য অগ্রাহ্য এবং যাদবগণের অবজ্ঞা করায় শ্রীবললেব তাহাদিগের যথোচিত, শিক্ষাবিধানার্থ হলাগ্রভাগ দ্বারা হস্তিনাকে উৎপাটন করিয়া গঙ্গায় নিমজ্জনাভিপ্রায়ে আকর্ষণ করিতে থাকেন। তখন অনন্যোপায় হইয়া কৌরবগণ বলদেবের শরণাগত হইলে এবং বিবিধ উপায়ন প্রদান ও লক্ষণা-সহ শাম্বকে প্রত্যর্পণ করিলে বললেব তাহাদিগকে অভয় প্রদান করিয়া দ্বারকায় প্রত্যাগমন করেন।(—ভাঃ ১০/৬৮ অঃ এবং বিষ্ণুপুরাণ ৫/৩৫ অঃ দ্রষ্টব্য)।