দীর্ঘ আয়ু ব্ৰহ্মাসম পাইয়াও সূত।
তোমা দেখি’ না উঠিল, হৈল ভস্মীভূত॥
তথ্য।শৌনকাদি ঋষিগণের নৈমিষারণ্যে যজ্ঞানুষ্ঠানকালে রোমহর্ষণ সূত মুনিগণের কৃপায় দীর্ঘ আয়ু লাভ করিয়া ব্যাসাসনে উপবিষ্ট ছিলেন।শ্রীবলদেব বহু তীর্থ পর্যটনের পর তথায় উপস্থিত হইলে যজ্ঞানুষ্ঠানরত মুনিগণ সমস্রমে উত্থিত হইয়া বলদেবের যথাযোগ্য অর্চন ও প্রণাম করিলেন;কিন্তু ব্যাসাসনে উপবিষ্ট রোমহর্ষণ কোনরূপ সম্মান প্রদর্শন করিলেন না। শ্রীবলদেব তাহাতে ক্রুদ্ধ হইয়া তাঁহার বিদ্যাধ্যয়নাদির নৈরর্থক্য বিচারপূর্বক কুশ দ্বারা তাঁহাকে সংহার করেন (—ভাঃ ১০/৭৮ অঃ)।