লঙ্ঘনের কি দায়, যাহার অপমানে।
কৃষ্ণের শ্যালক রুক্মী ত্যজিল জীবনে॥
তথ্য।রুক্মী অনিরুদ্ধের হস্তে নিজ পৌত্রীকে সম্প্রদান করে। বিবাহান্তে রুক্মী বলদেবের সহিত অক্ষক্রীড়ায় প্রবৃত্ত হইয়া বারংবার পরাজিত হইলেও তাহা অস্বীকার করে।আকাশবাণীতে বলদেবের জয় বিঘোষিত হইলেও দৈববাণী অগ্রাহ্য করিয়া রুক্মী বলদেবকে ‘গোরক্ষক বনচারী’ বলিয়া উপহাস করিলে শ্রীবলদেব মুদগর দ্বারা রুক্মীকে সংহার করেন ( —ভাঃ ১০/৬১ অঃ)।