ঊষাঃকালে গঙ্গাস্নান করিয়া নির্জনে।
দুই লক্ষ কৃষ্ণনাম লয় প্রতিদিনে॥
কথিত আছে, শ্রীহরিদাস ঠাকুর প্রত্যহ তিনলক্ষ নাম গ্রহণ করিতেন। জগাই-মাধাইও প্রত্যহ দুই লক্ষ নাম গ্রহণ করিতেন। যাঁহারা প্রত্যই লক্ষনাম গ্রহণ করেন না তাঁহাদের নিবেদিত কোন বস্তুই শ্রীচৈতন্যদেব গ্রহণ করেন না। শ্রীচৈতন্যচরণানুচরগণ প্রত্যহ অত্যল্পপক্ষে লক্ষ নাম গ্রহণ অবশ্যই করিয়া থাকেন; নতুবা শ্রীকৃষ্ণ তাঁহাদের নৈবেদ্য গ্রহণ না করায় ভগবদুচ্ছিষ্ট-প্রাপ্তির বিচারে ব্যাঘাত ঘটে।