Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 49

Language: বাংলা
Language: English Translation
  • যে অঙ্গ লঙ্ঘিয়া ইন্দ্রজিত গেল ক্ষয়
    যে অঙ্গ লঙ্ঘিয়া দ্বিবিদের নাশ হয়
    ৪৯

    শ্রীমন্নিত্যানন্দ প্রভু লক্ষ্মণাবতারে ইন্দ্রজিতের বিনাশ করেন। (—রামায়ণ লঙ্কাকাণ্ড ৮৪-৯১ অঃ আলোচ্য)।দ্বিবিদের নাশ——দ্বিবিদ নামে বানর নরকাসুরের সখা ছিল। ঐ বানর সখার প্রাণবিনাশের প্রতিহিংসা গ্রহণমানসে নরকান্তক শ্রীকৃষ্ণাধ্যুষিত গোকুলে নানাপ্রকার অত্যাচার করিতে লাগিল। তৎকালে বারুণীপানমত্ত শ্রীবলদেব রৈবতক পর্বতে রমণীগণ মধ্যস্থলে অবস্থিত ছিলেন। দ্বিবিদ তথায় গমন করিয়া বলদেব ও স্ত্রীগণের প্রতি অবজ্ঞা প্রদর্শন এবং বিবিধ অত্যাচার করায় বলদেব উহাকে বিনাশ করেন। (ভাঃ ১০/৬৭ অঃ দ্রষ্টব্য)

Page execution time: 0.0346119403839 sec