তুমি সে করহ সর্ব-বৈষ্ণবের রক্ষা।
তুমি সে বৈষ্ণব-ধর্ম করাহ যে শিক্ষা॥
শ্রীনিত্যানন্দ-প্রভুই জগতে শুদ্ধবৈষ্ণবধর্ম-শিক্ষা-বিধানের মূল আকর-বস্তু। কলিহত জনগণ শ্রীনিত্যানন্দ প্রভুর চরিত্রে নানাপ্রকার নীতি-বর্জিত দোষারোপ করিয়া নরক-পথের পথিক হয় এবং নরকযোগ্য কুভোগে জগতের মূঢ় লোকদিগকে অধঃপতিত করে। ভগবানের সেবা করাই যে মানবের একমাত্র মঙ্গলময় পথ, নিত্যানন্দ প্রভু এই বিষয়ে উপদেশ দিয়া বৈষ্ণবধর্ম সংরক্ষণ করিয়া থাকেন।