তোমারে সেবিয়া পূজ্যা হৈলা মহামায়া।অনন্ত ব্রহ্মাণ্ডে চাহে তোমা’ পদছায়া॥
বিষ্ণুপূজা-প্রভাবে বিষ্ণুমায়া (যাহাকে প্রাপঞ্চিক জনগণ মহামায়া বলেন) জগতের নিকট পূজা প্রাপ্ত হইয়াছিলেন।