এত সব প্রকাশেও কেহ নাহি চিনে।
সিন্ধুমাঝে চন্দ্র যেন না জানিল মীনে॥
সমুদ্রে চন্দ্রের উৎপত্তির কথা প্রাচীন শাস্ত্রকারগণ বর্ণন করিয়াছেন। কিন্তু সমুদ্রের অধিবাসী মৎস্যগণ যেরূপ চন্দ্রের সমুদ্রাবস্থানের কথা জানে না, তাদ্রূপ অজ্ঞানান্ধ মানবগণও প্রপঞ্চে অবতীর্ণ শ্রীচৈতন্যদেবের অচিন্ত্য-লীলা বুঝিয়া উঠিতে পারেন না। (অন্যার্থ;—)মীনের অবস্থানক্ষেত্র—সমুদ্র। সেখান হইতে চন্দ্র দর্শন করিতে গিয়া সমুদ্রে পতিত চন্দ্রের রশ্মি দর্শনে মীনের যেরূপ চন্দ্রের স্বরূপ অবগতির ব্যাঘাত হয়, তদ্রপ সংসার সমুদ্রে ভাসমান মর্ত্যজীবকুল শ্রীচৈতন্যদেবের ছায়াশক্তির আবরণে আবৃত-নেত্রে শ্রীচৈতন্যলীলা দর্শন করিতে সমর্থ হয় না।