চন্দ্র, সূর্য, পবন, কুবের, বহি, বরুণ,নাচে সব যত লোকপাল। সবেই কৃষ্ণের ভৃত্য, কৃষ্ণরসে করে নৃত্য,দেখিয়া কৃষ্ণের ঠাকুরাল॥
কৃষ্ণের ঠাকুরাল- ভগবদ্বৈভব, প্রভাব।