নাচে ইন্দ্র সুরেশ্বর, মহাবীর বজ্রধর,
আপনারে করে অনুতাপ।
সহস্র-নয়নে ধার, অবিরত বহে যাঁর,
সফল হইল ব্রহ্মশাপ॥
সফল হইল ব্রহ্মাশাপ—দেবরাজ ইন্দ্র গৌতমের শাপে সহযোনি প্রাপ্ত হইয়াছিলেন। পরে ঐ মুনিকে স্তবে সন্তুষ্ট করিয়া তৎপ্রসাদে সহস্র নয়ন লাভ করেন। সেই ব্রহ্মাশাপ ফলে প্রাপ্ত সহস্র নয়ন অদ্য গৌরসুন্দরের লীলাদর্শনে সফল হইল।