আজ্ঞা বিনা কেহ ইহা দেখিতে না পারে।
তাঁরা পুনি ঠাকুরের সবে সেবা করে॥
শ্রীচৈতন্যদেব—অধোক্ষজ বস্তু। অধোক্ষজ শরীরে ব্রহ্মাশিবাদি দেবগণ যেরূপভাবে চৈতন্যদেবের সেবা করেন, শ্রীচৈতন্যদেবের অনুকম্পা ব্যতীত তাঁহার দর্শনে কাহারও যোগ্যতা লাভ ঘটে না।
পুনি—(পুনঃ-শব্দজ, প্রাঃ বাং পদ্য) পুনর্বার, আবার।