দুই ব্ৰহ্ম-অসুরের মোচন দেখিয়া।
সেই গুণ-কর্ম সবে চলিলা গাইয়া॥
ভাগবতধর্মবেত্তা যমরাজ—দ্বাদশ মহাজনের অন্যতম। “স্বয়ম্ভূর্নারদঃ শম্ভূঃ কুমারঃ কপিলো মনুঃ। প্রহ্লাদো জনকো ভীষ্মো বলির্বৈয়াসকির্বয়ম্॥ দ্বাদশৈতে বিজানীমো ধর্মং ভাগবতং ভটাঃ’’ (ভাঃ ৬/৩/২০-২১)॥২১॥ গুণকর্মভেদে সুরাসুর নির্ণীত হয়। ভগবদ্ভুক্তের গুণ ও ভগবৎসেবা-প্রবৃত্তি জীবের আসুরিক বদ্ধভাব বিমোচন করিয়া কিরূপে অখিল সদ্গুণনিলয় শ্রীভগবানের সেবায় নিযুক্ত করেন, দেবগণ সেইসকল মহিমা গান করিতে করিতে সকলে অগ্রগামী হইলেন। প্রাপঞ্চিক গুণকর্ম সকলই নশ্বর। আত্মগুণ আত্মকর্ম বৈকুণ্ঠে অবস্থিত। মুক্ত পুরুষের গুণকর্ম কীর্তিত হইলে জীবের সকল বন্ধভাব বিদূরিত হয়ন।