অলৌকিক গৌর-মহিমা-দর্শনে ভাগবতধর্মবেত্তা যমরাজের বিস্ময় ও মূর্চ্ছা—
কভু নাহি দেখে যম এমত মহিমা।
পাতকী-উদ্ধার যত এই তার সীমা॥
শ্রীকৃষ্ণচৈতন্যদেব এ যাবৎ যাবতীয় পাতকী উদ্ধার করিয়াছেন—ইহারা দুই জনই তাহার অবধি অর্থাৎ শ্রীগৌরসুন্দর এরূপভাবে দয়াপরবশ হইয়া এতদিন কাহাকেও উদ্ধার করেন নাই।