তিল-মাত্রে মহাপ্রভু সব কৈলা দূর।
এবে আজ্ঞা কর গড়া ডুবাই প্রচুর॥”
এই পাপিষ্ঠদ্বয়ের পর্বতপ্রমাণ ‘গঠন’—পাপের সাক্ষী। দূতগণ বলিলেন,-মহাপ্রভু যখন অতি অল্প সময়ের মধ্যেই ইহাদের পাপ বিদূরিত করিলেন, তখন চিত্রগুপ্ত আজ্ঞা করিলে ঐ পর্বতপ্রমাণ পাপ অতল জলধিতে ডুবাইয়া দিতে পারা যায়।