নিত্যানন্দ বলে,—“ভাল হইল বৈষ্ণব।আজি যদি প্রাণ বাঁচে—তবে পাই সব॥”
নিত্যানন্দ প্রভু বলিলেন,—“জগাই-মাধাইকে কৃষ্ণোপদেশ করিয়া তাহারা বৈষ্ণব হইবে মনে করা দূরে থাকুক আমরা প্রাণ লইয়া উহাদের দুর্দমনীয় আক্রমণ হইতে রক্ষা পাইলেই ভাল॥’’