তথাপিহ দুই জন ‘কৃষ্ণ কৃষ্ণ’ বলি’।
নিকটে চলিলা দোঁহে মহা কুতূহলী॥
শ্রীনিত্যানন্দ ও শ্রীহরিদাস শ্রীমহাপ্রভুর আদেশক্রমে শিক্ষাষ্টকের প্রথম শ্লোকোক্ত সপ্তপ্রকার মঙ্গলমূর্ত কৃষ্ণনাম বলিতে বলিতে তাহাদিগের সম্মুখে উপস্থিত হইলেন। কৃষ্ণনাম ও কৃষ্ণের মধ্যে মায়িক ভেদজ্ঞান শ্রীনিত্যানন্দ ও হরিদাসের ছিল না। তাঁহারা শব্দের অজ্ঞরূঢ়িবৃত্তি আশ্রয় করিয়া নামোচ্চারণ করেন নাই বলিয়া মহাকৌতুহল প্রকাশ পূর্বক অগ্রসর হইলেন।