কিসের সন্ন্যাসিজ্ঞান ও-দু’য়ের ঠাঞি?
ব্রহ্মবধে-গোবধে যাহার অন্ত নাই॥
ব্রহ্মবধ ও গোবধ——সর্বাপেক্ষা গুরুতর পাপ এইরূপ পাপ ইহারা অসংখ্য করিয়াছে। তোমরা উভয়েই পরিব্রাজক, জগতের মঙ্গলের জন্য সর্বত্র গমনাগমন কর। কিন্তু তোমাদের মহত্ত্ব বুঝিবার সাধ্য এই পাপিষ্ঠদ্বয়ের নাই। তাহারা তোমাদিগকে চতুর্থাশ্রমী ও ব্রহ্মনিষ্ঠ জানিবার পরিবর্তে আক্রমণ করিয়া বসিবে।