বলিবার ভার মাত্র আমা-দোঁহাকার।
বলিলে না লয় যবে,—সেই ভার তাঁ’র॥”
শ্রীল নিত্যানন্দ ও শ্রীল হরিদাসের প্রতি শ্রীমহাপ্রভুর আজ্ঞা—কৃষ্ণভজন করিবার জন্য সকলের নিকট অনুরোধ করা। প্রভুর ইচ্ছাক্রমে সেই অনুনয়-বিনয় যদি শ্রোতৃবর্গ শ্রবণ না করিয়া নিজের অমঙ্গল আবাহন করে, তাহা হইলে ফললাভের অংশ আজ্ঞাদাতা মহাপ্রভুরই প্রাপ্য।