“প্রভুর যে আজ্ঞা লই’ আমরা বেড়াই।
তাহা কহি এই দুই মদ্যপের ঠাঞি॥
জগাই মাধাই মদ্যপানে বিভোর হওয়ায় লৌকিক নীতির কথা বা জাগতিক হিতের বিষয় শুনিবার জন্য ব্যস্ত নহে। তথাপি দয়াময় গৌরসুন্দরের আদেশ প্রতিপালনের জন্য আমরা নাম-প্রচারের ভার গ্রহণ করিয়া আপামর জনসাধারণের নিকট ভগবদাজ্ঞা প্রচার করিতেছি। পাপিষ্ঠ লোক ঐহিক হিতের কথাও বুঝিতে পারে না। সুতরাং তাহার নিকট প্রকৃতির অতীত রাজ্যের কথা বলিতে যাওয়া অনেকে অপ্রাসঙ্গিক মনে করে। কিন্তু পাপীরই এই সকল কথা-গ্রহণের অধিক যোগ্যতা ও অধিকার।