আমারে ভাণ্ডাও, যেন পশুরে ভাণ্ডাও।
আমারে সে তুমি পুনঃ পুনঃ যে শিখাও॥”
হরিদাস বলিলেন; —কৃষ্ণের নিকট আমার আবেদন-বৈষ্ণবমাহাত্ম্য ও ভগবানের প্রতি দাবীর শিক্ষামাত্র। কিন্তু আমি পশুসদৃশ, আমার হিতাহিত-বিবেক নাই। আপনার বাক্যে আমি যদি নিজকে বৈষ্ণব মনে করি, এবং আমার আবেদনে দয়াময় কৃষ্ণ পাপিদ্বয়কে উদ্ধার করিবেন—এইরূপ যদি বুঝি, তাহা হইলে আমার পশুত্বই সিদ্ধ হয়। যদিও আমি হিতাহিত-বিবেকরহিত পশু, তথাপি আমার নিকট আপনার আত্মসঙ্গোপন কার্য—আমার পশুত্বেরই জ্ঞাপক মাত্র। আমি —কৃষ্ণবিস্মৃত জীব, সুতরাং স্বরূপোদ্বোধনপূর্বক আমাকে ভগবৎ-সেবাপর করাইবার উদ্দেশ্য আপনার প্রবল থাকায় আপনার অনুষ্ঠানে আমার বিবিধ শিক্ষণীয় বিষয় আছে।