হরিদাস প্রভু বলে,—“শুন মহাশয়।তোমার যে ইচ্ছা, সেই প্রভুর নিশ্চয়॥
হরিদাস শ্রীনিত্যানন্দ প্রভুকে বলিলেন,—“আপনার যে অভিলাষ তাহাই শ্রীগৌরসুন্দরের সম্পূর্ণ সমর্থনের বিষয়’’।