হরিদাসের উভয়ের উদ্ধারে নিশ্চয়-প্রতীতি এবং দৈনসূচক উত্তর—
নিত্যানন্দতত্ত্ব হরিদাস ভাল জানে।
পাইল উদ্ধার দুই—জানিলেন মনে॥
ঠাকুর হরিদাস জগতে নামাচার্যের অভিনয় করায় নামগ্রহণকারীর শ্রীমূল গুরুদেব-তত্ত্ব উৎকৃষ্টরূপে শ্রীহরিদাসের জানা আছে। সেই ঠাকুর হরিদাস এই ঘটনা দর্শন করিয়া জগাই-মাধাইয়ের উদ্ধারের নিশ্চয়তা জানিতে পারিলেন।