শ্রীনিত্যানন্দ-প্রভুর মহিমা অপার।পতিতের ত্রাণ লাগি’ যাঁ’র অবতার॥
শ্রীনিত্যানন্দ-মহিমা বর্ণন করিতে কাহারও সাধ্য নাই। ভগবান্ গৌরসুন্দরের প্রকাশঃমূর্তি শ্রীনিত্যানন্দ-স্বয়ং প্রকাশ বস্তু। তিনি পতিতকে উদ্ধার করিবার জন্যই অবতীর্ণ হইয়াছেন।