যার যেন ভাগ্য, তেন তাহারে দেখায়।
বাহির হইলে সব আপনা লুকায়॥
বাস্তব-বস্তু সর্বশক্তিমান্ বলিয়া অণুচিৎ জীবের ব্যক্তিগত ভাবময়দর্শনে অধিকারোচিত দৃষ্ট হন। বহিঃপ্রজ্ঞাচালিত দৃষ্টিতে প্রেমময় বিগ্রহ দর্শনের সম্ভাবনা নাই, উহা লুক্কায়িত থাকে। তজ্জন্য তিনি অধোজ।