তবে হঙ নিত্যানন্দ—চৈতন্যের দাস।
এ দুইয়েরে করাঙ যদি চৈতন্য-প্রকাশ॥
জগাই মাধাইর ন্যায় পাপিগণ—অণুচিৎ-শক্তি। কিন্তু সেই ভাব প্রকাশিত না হওয়ায় এবং অচিদ্বিচারের প্রাবল্য থাকায় তাহাদের আত্ম-প্রতীতি লাভের যোগ্যতা নাই। যদি শ্রীমন্মহাপ্রভু কৃপাপরবশ হইয়া ইহাদের নিত্য আণুচিদ্বৃত্তি উদ্ঘাটন করিয়া দেন, তাহা হইলে আমি চৈতন্যের দাস্য উপলব্ধি করিতে যোগ্য হই।