লুকাইয়া করে প্রভু আপনা প্রকাশ।
প্রভাব না দেখে লোকে,—করে উপহাস॥
শ্ৰীমন্মহাপ্রভু জগতের সংসারবন্ধ বিচ্ছিন্ন করিবার একমাত্র কর্তা। তিনি আপনার স্বরূপ প্রদর্শন না করিয়া গোপন করিয়া থাকেন। যাহারা তাঁহাকে বুঝিতে পারে না, তাহারা তাহাদেরই ন্যায় মানবজ্ঞান তাঁহার অনুষ্ঠিত কার্য হাসিয়া উড়াইয়া দিতে চাহে।