হেন পাপ নাহি, যাহা না করে দুইজন।
ডাকা-চুরি, মদ্য-মাংস করয়ে ভোজন॥”
জগাই-মাধাইর পাপের সীমা নাই। বলপূর্বক পরদ্রব্য অপহরণ, হিংসা, পৈশুন্য ও মাদকদ্রব্য-সেবন-জনিত যথেচ্ছাচারিতা ইহাদের মধ্যে প্রবল থাকায় সকল প্রকার পাপেই তাহাদের যোগ্যতা ছিল। কেহ কেহ বলেন,—“আহারাদি শুদ্ধি ও নৈতিক চরিত্রের বিপর্যয় থাকিলেও অনাত্মা হইতে আত্মা পৃথক হওয়ায় অনাত্মার কার্যের জন্য আত্মা দায়ী নহে।’’ বস্তুতঃ স্বরূপ-বিস্মৃত জীবের এতাদৃশী অবিবেচনার ফল ও অত্যাসক্তি-জনিত অমঙ্গল তাহারাই ভোগ করিয়া থাকেন।