মহাপ্রভু-পরম করুণাময় অদোষদর্শী। তিনি কাহারও সামান্যমাত্র অপরাধ গ্রহণ করেন না। এরূপ মহাপ্রভুর শ্রীচরণ সেবা-বর্জিত হইয়া যে পাপী নিজের প্রাণরক্ষা করে, তাহার জীবনই বৃথা; প্রাক্তন কর্মফলে বাঁচিয়া থাকামাত্র সম্ভব হয়। কিন্তু সেরূপ বাঁচিয়া থাকা কখনই আদরণীয় নহে॥