গ্রন্থাকার-কর্তৃক গৌরসুন্দরেরজয়গান এবং সদৈন্য কৃপা প্রার্থনা—
ব্রহ্মদৈত্যতারণ গৌরাঙ্গ জয় জয়।
করুণাসাগর প্রভু পরম সদয়॥
শ্ৰীমন্মহাপ্রভু জগাই-মাধাই উদ্ধার করায় ‘ব্রহ্মদৈত্যতারণ’ নামে অভিহিত হইয়াছিলেন। জগাই-মাধাই বিপ্রকুলে উদ্ভূত হইলেও ভগবদ্বিমুখতাক্রমে ‘দৈত্য’ সংজ্ঞায় সংজ্ঞিত হন।