তথাহি (পদমপুরাণে ব্রহ্মখণ্ডে )—
সতাং নিন্দা নাম্নঃ পরমমপরাধং বিতনুতে।
যতঃ খ্যাতিং জাতং কথমুসহতে তদ্বিগর্হাম্॥
অনুবাদ। সজ্জনগণের নিন্দা শ্রীনামের নিকট প্রধান অপরাধ বিস্তার করিয়া থাকে। হায়! ‘নাম’ (শ্রীনামপ্রভু) যাঁহাদিগের নিকট হইতে ইহলোকে প্রসিদ্ধি লাভ করিয়াছেন, তাঁহাদিগের নিন্দা তিনি কেমন করিয়া সহ্য করিবেন? (অর্থাৎ কখনই সহ্য করিতে পারেন না; পরন্তু ঐ নামাপরাধীর বিষম সর্বনাশ আনয়ন করিয়া থাকেন)।